তীব্র শীতে রংপুর বিভাগের সব প্রাথমিক স্কুলের একাডেমিক শিক্ষা কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়।
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বিভাগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ‘রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বিভাগের সব প্রাথমিক স্কুলের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের তীব্রতা কমে এলে আবারও পাঠদান চালু করা হবে।’
তিনি আরও বলেন, ‘আবহাওয়া অফিসের তথ্যমতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার রংপুর বিভাগে তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সেজন্য স্কুল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :