৮ আগস্ট কাওমি মাদরাসা চালুর সিদ্ধান্ত স্থগিত করে আল-হাইআতুল উলয়া বিজ্ঞপ্তি জারি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২০, ৭:১১ অপরাহ্ণ / ৪৩০
৮ আগস্ট কাওমি মাদরাসা চালুর সিদ্ধান্ত স্থগিত করে আল-হাইআতুল উলয়া বিজ্ঞপ্তি জারি
0Shares

৮ আগস্ট (শনিবার) থেকে দেশের সকল কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত এ সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

৮ আগস্ট কওমি মাদরাসা চালুর সিদ্ধান্ত স্থগিত শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়।

(ক) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর পক্ষ হতে ৮ আগস্ট ২০২০, শনিবার থেকে দেশের সকল কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত এ সিদ্ধান্ত স্থগিত করা হয়। মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর তারিখ পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর পক্ষ হতে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

(খ) ৮ আগস্ট ২০২০, শনিবার দেশের সকল মাদরাসায় দু‘আর আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য আল-হাইআতুল উলয়া’র বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares